Wednesday, August 29, 2018

jetee: Help for natural climetor's ভুমিকম্পের ক্ষতিগ্রস্ত...

jetee: Help for natural climetor's ভুমিকম্পের ক্ষতিগ্রস্ত...: বাংলাদেশ সহ নেপাল ও ইন্ডিয়ার অনেক এলাকা ভুমিকম্পের ফলে যে ক্ষয়ক্ষতি হলো তা পুরুন হওয়ার নই।  এ ভূমিকম্পনের হাত থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে...

Wednesday, March 21, 2018

বস

আজ জীবন থেকে একটি নতুন অভিজ্ঞতার আবিস্কার করিলাম। সেটা হল প্রতিটা বস চায় যে তাকে সবাই তেল মারুক । আর যে তেল মারতে পারবেনা সে কোন কাজ ঠিক মত করতে পারে না। আর এই তেল বাজ বাক্তিরা বছরের।

Monday, September 11, 2017

শিয়াল ভেজা হয়ে একদিন


আজ সকালটি শুরু হয়েছে বৃষ্টি ভেজা দিয়ে। প্রতি দিনের মত সকাল ৭ঃ৩০ টার সময় ঘুম থেকে বিছানায় একটু সময় বসে বসে প্রবল বৃষ্টি উপভোগ করছিলাম হঠাৎ মনে পড়ল যে অফিসে যাওয়ার সময় পার হয়ে যাচ্ছে আর একটু দেরি করলে অফিসের গাড়ী ধরতে পারব না। তাই আর বিলম্ব না করে তরিঘরি করে রেডি হয়ে বাসা হতে বের হলাম, কিন্ত বাহিরে অনেকক্ষণ অপেক্ষা করেও একটিও রিক্সা না পেয়ে ছাতাটা মাথায় দিয়া হাটা শুরু করলাম ৬০ ফুট রাস্তার দিকে,
কিন্ত রাস্তায়  বৃষ্টির পানি এমন ভাবে জমা হয়েছে যে আমি প্যান্ট হাঁটু পর্যন্ত উঠানোর পর ও প্যান্ট ভেজা থেকে রক্ষা পেলাম না। কি আর করা হাফ ভেজা হয়ে গেলাম। ৬০ ফুট থেকে লেগুনা করে আগারগা হয়ে শ্যামলী শিশুমেলা এসে শেষ পর্যন্ত অফিসের বাস ধরিলাম। কিন্ত সমস্ত পোশাক ভিজে ততক্ষণে ভিজে গেলাম, যার নাম শেয়াল ভেজা। এই শেয়াল ভেজা হয়েই অফিসে আসলাম কিন্ত দুঃখ হল, Late Attendance. কি আর করা এই দুঃখ নিয়ে অফিসের কাজ শেষ করে আবার বাসায় রওনা দিলাম। কখন যে বাসায় আবার পোঁছাব তার কোন ঠিক নাই...।। যেতে থাকি দেখি কখন পোঁছায়। পরে পোঁছানোর ঘটনা জানানো হবে।।

Wednesday, February 24, 2016

মানুষকে  ভালোবাসলে গাছকে ভালোবাস। 
একটি গাছ আমাদের নি:র্শত ভালোবাসে। 



Thursday, February 18, 2016

তোমাই নিয়ে লেখা : গর্ভবতী হতে চাইলে কি কি করতে হবে ?

তোমাই নিয়ে লেখা : গর্ভবতী হতে চাইলে কি কি করতে হবে ?: ১.গর্ভধারণের আগে ডাক্তারের পরামর্শ নিন আপনার এখনই কোন ডাক্তারের প্রয়োজন পড়ছেনা। কিন্তু তবুও গর্ভধারণ পূর্ববর্তী শারীরিক পরীক্ষার...

Tuesday, November 24, 2015

jetee: সালাউদ্দীন কাদের চৌধুরী এবং জামাতে ইসলামী সেক্রেট...

jetee: সালাউদ্দীন কাদের চৌধুরী এবং জামাতে ইসলামী সেক্রেট...: গত রাত ১২ টা  ৫৫ মিনিটে স্বাধীনতা বিরোধী  রাজাকার BNP এর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দীন  কাদের চৌধুরী এবং জামাতে ইসলামী সেক্রেটারী জেনারে...

Sunday, November 22, 2015

সালাউদ্দীন কাদের চৌধুরী এবং জামাতে ইসলামী সেক্রেটারী জেনারেল আলী আহসান মুজাহিদের ফাসির রায় কার্যকারিতার মধ্য দিয়ে বাংলাদেশ আরো একবার কলঙ্গ মুক্ত হলো।

গত রাত ১২ টা  ৫৫ মিনিটে স্বাধীনতা বিরোধী  রাজাকার BNP এর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দীন  কাদের চৌধুরী এবং জামাতে ইসলামী সেক্রেটারী জেনারেল আলী আহসান মুজাহিদের ফাসির রায় কার্যকারিতার মধ্য দিয়ে বাংলাদেশ আরো একবার কলঙ্গ মুক্ত হলো।  সেই সঙ্গে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মা একটু হলেও শান্তি পেল এবং সকল শহীদ পরিবারের সদস্যদের মনের আশা কিছুটা পূর্ণ হল। সেই সঙ্গে  সার বিশ্ব একিটি সুষ্ঠ আন্তর্জাতিক মানের যুদ্ধাপরাধীর পূর্ণ বিচার দেখল। বাংলাদেশ বিশ্ব দরবারে একটি রোল মডেল হয়ে থাকলো।  বাংলাদেশের সব সময় শান্তিতে থাকতে চায়। তাই কোনো অপরাধীর জায়গা বাঙ্গালার মাটিতে ঠাই  দিতে চায় না , কখনো দিবে না। বাংলার জনগণ এটা আরো একবার প্রমান করে দেখালো। বাংলাদেশ শান্তিতে থাকুক এটাই আমাদের সকলের কাম্য।