Monday, April 27, 2015
Sunday, April 26, 2015
Help for natural climetor's ভুমিকম্পের ক্ষতিগ্রস্তদের সহাতার হাত বাড়িয়ে দিন
বাংলাদেশ সহ নেপাল ও ইন্ডিয়ার অনেক এলাকা ভুমিকম্পের ফলে যে ক্ষয়ক্ষতি হলো তা পুরুন হওয়ার নই। এ ভূমিকম্পনের হাত থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে সবাই কে সজাগ হতে হবে, যাহাতে আমরা অবকাঠামো নির্মানের সময় গুণগত মান রক্ষা করতে হবে। প্রাকৃতিক বিপর্যয় এড়াতে জনসাদারনকে বিপুল পরিমানে সজাগ ও সচেতনতা গড়ে উঠতে হবে। গত ২৫/০৪/২০১৫ ইং তরিখে যে পরিমানে নেপালে ক্ষতি হযেছে ততে আমরা গভীর শোকাহত। এই নিষ্ঠুর ভূমিকম্পনের কবলে যারা / যাদের প্রাণ হানি হয়েছে তাদের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাছি এবং যারা আহত তাদের অতি শীগ্রই সুস্থতা কামনা করছি। শোকাহত পরিবারকে এই শোক কাটিয়ে উঠার জন্য আল্লাহতালা যেন ধর্য ধারণ করার মত ক্ষমতা দিন এবং পরিবারবর্গের উপর রহমত নাযিল করুন। সুভাখাগ্খীগণ বিপর্যস্থ এলাকা এবং ক্ষতিগ্রস্তদের সহাতার হাত বাড়িয়ে দিন। তাদের জন্য সবাই দুয়া করবেন।
শুভকামনায়
মোঃ শরিফুল ইসলাম
Subscribe to:
Posts (Atom)