আজ সকালটি শুরু হয়েছে বৃষ্টি ভেজা দিয়ে। প্রতি দিনের মত সকাল ৭ঃ৩০ টার সময় ঘুম থেকে বিছানায় একটু সময় বসে বসে প্রবল বৃষ্টি উপভোগ করছিলাম হঠাৎ মনে পড়ল যে অফিসে যাওয়ার সময় পার হয়ে যাচ্ছে আর একটু দেরি করলে অফিসের গাড়ী ধরতে পারব না। তাই আর বিলম্ব না করে তরিঘরি করে রেডি হয়ে বাসা হতে বের হলাম, কিন্ত বাহিরে অনেকক্ষণ অপেক্ষা করেও একটিও রিক্সা না পেয়ে ছাতাটা মাথায় দিয়া হাটা শুরু করলাম ৬০ ফুট রাস্তার দিকে,
কিন্ত রাস্তায় বৃষ্টির পানি এমন ভাবে জমা হয়েছে যে আমি প্যান্ট হাঁটু পর্যন্ত উঠানোর পর ও প্যান্ট ভেজা থেকে রক্ষা পেলাম না। কি আর করা হাফ ভেজা হয়ে গেলাম। ৬০ ফুট থেকে লেগুনা করে আগারগা হয়ে শ্যামলী শিশুমেলা এসে শেষ পর্যন্ত অফিসের বাস ধরিলাম। কিন্ত সমস্ত পোশাক ভিজে ততক্ষণে ভিজে গেলাম, যার নাম শেয়াল ভেজা। এই শেয়াল ভেজা হয়েই অফিসে আসলাম কিন্ত দুঃখ হল, Late Attendance. কি আর করা এই দুঃখ নিয়ে অফিসের কাজ শেষ করে আবার বাসায় রওনা দিলাম। কখন যে বাসায় আবার পোঁছাব তার কোন ঠিক নাই...।। যেতে থাকি দেখি কখন পোঁছায়। পরে পোঁছানোর ঘটনা জানানো হবে।।